জানাজা নামাজে যাওয়ার পথে নিজেই ফিরলেন লাশ হয়ে

প্রতিনিধি, বগুড়া: জানাজা নামাজে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু জাফর (৫০) নামের এক ব্যক্তি নিজেই লাশ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার দামগাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু জাফর নন্দীগ্রাম উপজেলার ফোকপাল গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

নন্দীগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আবু জাফর মোটরসাইকেল যোগে নিমগ্রামে একটি জানাজা নামাজে অংশগ্রহনের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে দামগাড়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটো ভ্যানের সাথে তার মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় খাদিজা বেগম (৩০) নামের এক ভ্যানযাত্রী মহাসড়কে পড়ে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে আবু জাফর মারা যান।