Print Date & Time : 2 August 2025 Saturday 6:27 pm

জাপানের ইয়ানমার যাত্রা করল ভারতে

শেয়ার বিজ ডেস্ক: ভারতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে জাপানের ইয়ানমার গ্রুপ। ইয়ানমারের ভারতীয় শাখা ইয়ানমার ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া তামিলনাড়–র রাজধানী চেন্নাইয়ে তাদের কারখানায় ব্যবহৃত ডিজেল ইঞ্জিনের উৎপাদন চালু করেছে খবর: ইকোনমিক টাইমস।

প্রাথমিক পর্যায়ে এসব ইঞ্জিন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ট্রাক্টরে ব্যবহার করা হবে। একই সঙ্গে কৃষি ও নির্মাণশিল্পে বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতকারীদেরও এই ইঞ্জিন সরবরাহ করা হবে। চেন্নাইয়ের কারখানায় প্রাথমিক পর্যায়ে বছরে ১৫ থেকে ৩৭ কিলোওয়াটের ৮০ হাজার ডিজেল ইঞ্জিন তৈরির লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। পরে এসব ইঞ্জিন ইউরোপ, আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে রপ্তানি করা হবে।

উল্লেখ্য, গত মাস থেকে হোন্ডার ভারতীয় শাখা হোন্ডা ইন্ডিয়াও তাদের গুজরাটের ভিথালপুর কারখানায় ইঞ্জিন উৎপাদন করছে। আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য ২৫০ সিসি ও তার বেশি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন তৈরি হচ্ছে সেখানে। যদিও ইঞ্জিনগুলোর খুঁটিনাটি সম্পর্কে আর বিস্তারিত জানায়নি হোন্ডা ইন্ডিয়া। এই ইঞ্জিনগুলো থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা,

জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশে সরবরাহ করা হবে।

প্রসঙ্গত, পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে গুরুত্ব দেয়া হচ্ছে। ভারতেও জনপ্রিয় হচ্ছে এ ধরনের যানবাহন। এমন পরিস্থিতিতে দেশটিতে ডিজেল ইঞ্জিন উৎপাদন শুরু করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।