শেয়ার বিজ ডেস্ক : জাপানের সবচেয়ে দক্ষিণে অবস্থিত প্রধান দ্বীপ কিউশুতে সুপার টাইফুন নানমাডল আঘাত হেনেছে। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) টাইফুনটি আঘাত হানে। এরই মধ্যে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কাগোশিমা অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে কিউশুর দক্ষিণাংশের দ্বীপগুলো থেকে স্থানীয় জনগণকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেয় জাপানের আবহাওয়া দপ্তর।
জেএমএর পূর্বাভাসে বলা হয়েছিল, রোববার দক্ষিণ কিউশুতে ৫০০ মিমি বৃষ্টি হতে পারে। এমনকি টাইফুনের প্রভাবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়া বইতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় টোকাই অঞ্চলে ৩০০ মিমি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
স্থানীয় দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে বলা হয়, কিউশু থেকে ৩০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। কাগোশিমার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার সাড়ে ৮ হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঝড়টি আগামী সপ্তাহের শুরুতে পূর্বদিকে বাঁক নিয়ে জাপানের প্রধান দ্বীপ হোনশুর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে আভাস দেয়া হয়েছে।
জাপানে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে। গত বছর টাইফুন জেবি হানায় জাপানে ১৪ জনের মৃত্যু হয়।