জাপানে বেকারত্বের হার চার মাসের মধ্যে সর্বনিম্ন

শেয়ার বিজ ডেস্ক: নভেম্বরে জাপানে বেকারত্বের হার চার মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। দেশটির অভ্যন্তরীণ সম্পর্ক ও যোগাযোগ-বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উল্লিখিত মাসে জাপানের বেকারত্বের হার ছিল দুই দশমিক দুই শতাংশ, যা আগের মাসের তুলনায় শূন্য দশমিক দুই শতাংশ কম। তবে দেশটিতে বয়স্ক জনশক্তি বৃদ্ধির কারণে তার প্রভাব শ্রমবাজারে পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খবর: সিনহুয়া।

মৌসুমি বিভিন্ন কারণ বাদ দিয়ে করা পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরে জাপানে মোট বেকারের সংখ্যা ছিল ১৫ লাখ ১০ হাজার। আগের বছরের তুলনায় কমেছে এক লাখ ৩০ হাজার। এ সময়ে কাজ বন্ধ করা মানুষের সংখ্যা ছিল দুই লাখ ২০ হাজার, যা আগের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী অপরিবর্তিত রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জাপানে নতুন চাকরি খোঁজা জনশক্তির সংখ্যা কমে তিন লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে, যা আগের তুলনায় ২০ হাজার কম। কর্মসংস্থান হওয়া জনশক্তির সংখ্যা পাঁচ লাখ ৩০ হাজার বৃদ্ধি পেয়ে ছয় কোটি ৭৬ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে। এর ফলে টানা ৮৩ মাস ধরে এ খাতে প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী ছিল বলে জানানো হয়েছে।

আলাদাভাবে স্বাস্থ্য, শ্রম ও কল্যাণবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কর্মের সুযোগ থাকার অনুপাত রয়েছে এক দশমিক ৫৭, যা আগের মাসের তুলনায় অপরিবর্তিত রয়েছে। এর মানে হলো, কাজের সন্ধানে থাকা প্রতি ১০০ জনের জন্য ১৫৭টি সুযোগ রয়েছে।

এই পরিসংখ্যান অনুযায়ী, জাপানের শ্রমবাজারে ক্রমেই সংকট বাড়ছে। দেশটিতে বয়স্ক জনশক্তি বৃদ্ধির কারণে তার প্রভাব পড়ছে শ্রমবাজারে। জনসংখ্যা বৃদ্ধির হারও জাপানের জন্য মাথাব্যথার কারণ হয়ে দেখা দিচ্ছে।