জাপান টোব্যাকো

প্রাইসওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। ২০০৯ সাল থেকে প্রতিযোগিতাপূর্ণ কোম্পানিগুলোর মধ্য থেকে বাজার মূলধনে সেরা ১০০টির তালিকা তৈরি করে আসছে প্রতিষ্ঠানটি। জরিপে স্পষ্টভাবে কিছু নির্দিষ্ট কোম্পানি, রাষ্ট্র এবং বিভিন্ন খাতের প্রবণতা ও উন্নয়ন চিহ্নিত করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি। সর্বশেষ ২০১৬ সালে প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত শীর্ষ ১০০ কোম্পানির বিস্তারিত তথ্য ধারাবাহিকভাবে শেয়ার বিজ পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। আজ ৯২তম পর্বে থাকছে সিগারেট কোম্পানি জাপান টোব্যাকোর কথা

রুবেল হাওলাদার: জাপান টোব্যাকো বা জেটি ইনকরপোরেশন একটি সিগারেট উৎপাদনকারী কোম্পানি। জাপান সরকার প্রতিষ্ঠানটির ৩৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ারের মালিক।

তামাক পাতা বিক্রি থেকে রাজস্ব আয় নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান হিসেবে জাপান টোব্যাকো প্রতিষ্ঠিত হয়। ১৯৪৯ সালে জাপান টোব্যাকো ও সল্ট পাবলিক করপোরেশন নাম ধারণের আগ পর্যন্ত এটি দেশটির অর্থ মন্ত্রণালয়ের আওতায় ব্যবসায় পরিচালনা করতো। ১৯৮৫ সালে এ নাম পরিবর্তন করে জাপান টোব্যাকো ইনকরপোরেশন রাখা হয়, যার মাধ্যমে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি আরেক আন্তর্জাতিক তামাক কোম্পানি আর জে রেনল্ডসকে অধিগ্রহণ করে। এর মাধ্যমে জেটি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্য দেশে ক্যামেল, উইনিস্টন ও সালেমসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বাজারজাত করে।ফরচুন ৫০০ এর তালিকায় প্রতিষ্ঠানটির অবস্থান ৩১২তম।

জাপান টোব্যাকো ইনকরপোরেশন একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এটি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই), টোকিও স্টক এক্সচেঞ্জ (টিওয়াইও), ওসাকা সিকিউরিটি এক্সচেঞ্জ, নাগায়া স্টক এক্সচেঞ্জ, ও টোকিও স্টক প্রাইস ইনডেক্সে (টিওপিআইএক্স) তালিকাভুক্ত কোম্পানি।

পিডব্লিউসির গবেষণায় ২০০৯ সালে জাপান টোব্যাকো ইনকরপোরেশনের বাজার মূলধন ছিল ২৬ বিলিয়ন ডলার। সর্বশেষ গত বছর প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে হয়েছে ৮৩ বিলিয়ন ডলার। তবে বাজার মূলধনে বিশ্বসেরা ১০০ কোম্পানির তালিকায় গত বছর প্রতিষ্ঠানটি ৯১তম অবস্থানে পৌঁছেছে।

বাজার মূলধনে সেরা ১০০ কোম্পানির তালিকায় ২০১৬ সালে জাপানের ছিল তিনটি কোম্পানি। এ তিনটি কোম্পানির মধ্যে জাপান টোবাকো ইনকরপোরেশনের অবস্থান তৃতীয়। এ ছাড়া বাজার মূলধনে সেরা ১০০ কোম্পানির মধ্যে ২০০৯ সালে ভোক্তা পণ্য খাতের কোম্পানি ছিল ১৫টি। এর মধ্যে জাপান টোব্যাকো ইনকরপোরেশনের কোনো অবস্থান ছিল না। সর্বশেষ ২০১৬ সালের তালিকায় এ খাতের ছিল ১৯টি কোম্পানি। এর মধ্যে জাপান টোব্যাকো ইনকরপোরেশনের অবস্থান ছিল ১৭তম।

২০১২ সালের হিসাবে জাপান টোব্যাকো ইনকরপোরেশনের রাজস্ব আয় ছিল দুই দশমিক শূন্য ৩৩ ট্রিলিয়ন জাপানি ইয়েন। ওই সময় কোম্পানিটির পরিচালন মুনাফা ছিল ৪৬৯ দশমিক ১৮ বিলিয়ন ইয়েন। আর নিট আয় ছিল ৩২৮ দশমিক ৫৫ বিলিয়ন ইয়েন। এ ছাড়া ওই সময় কোম্পানিটির মোট সম্পত্তি ছিল তিন দশমিক ৬৬৭ ট্রিলিয়ন ইয়েন এবং মোট ইকুইটি ছিল এক দশমিক ৭১৪ ট্রিলিয়ন ইয়েন।

জাপানের টোকিওতে জাপান টোব্যাকো ইনকরপোরেশনের প্রধান কার্যালয় অবস্থিত। বর্তমানে কোম্পানিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন

মিশোমি কইজুমি। আর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, হিরোশি কিমুরা। কোম্পানিটিতে পঞ্চাশ হাজারের বেশি কর্মী  কাজ করছেন।