শোবিজ ডেস্ক: শ্রীলঙ্কার সীমান্তবর্তী শহর জাফনা। আর এ শহরের নাম অনুসারেই পঞ্চমবারের মতো বসতে যাচ্ছে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসব ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রথম অমনিবাস সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’। এর আগে ২০১৫ সাল থেকে শুরু হওয়া জাফনা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিল আবু শাহেদ ইমনের বহুল প্রশংসিত সিনেমা ‘জালালের গল্প’। ২০১৮ সালে জাফনা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল ‘কমলা রকেট’। ইমপ্রেস টেলিফিল্ম কনসালটেন্ট ক্রিয়েটিভ প্রডিউসার বলেন, এর আগেও এ উৎসবে সিনেমা প্রদর্শিত হয়েছিল। এবারও বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র সেখানে প্রতিযোগিতা বিভাগে লড়ছে, আর সেটাও ইমপ্রেস টেলিফিল্মের বহুল প্রতীক্ষিত ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। বিশ্বের অন্তত ২০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বাংলাদেশের এ সিনেমাটি এবং এটি দেখে সবাই বেশ প্রশংসা করেছিলেন। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ইতি, তোমারই ঢাকা দেখানোর পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই আমরা সিনেমাটি সেন্সরে জমা দেব। এরপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়টি চূড়ান্ত করব। আগামী অক্টোবরের দিকে বড়পর্দায় ছবিটি মুক্তি পেতে পারে।
