প্রতিনিধি, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে আবহাওয়া স্টেশন উদ্বোধন করা হয়েছে। জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত এ আবহাওয়া স্টেশন উদ্বোধন করা হয়। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সামনে জিও পার্কে এ স্টেশন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ স্টেশন প্রতিষ্ঠার ফলে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষা-গবেষণার মান বৃদ্ধি পাবে। এতে বিভাগের জলবায়ু গবেষণার ক্ষমতা বাড়বে। জাপান ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশ জাপানের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।’
অনুষ্ঠানে কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এডুকেশনের অধ্যাপক ড. তরু তেরাও বলেন,”জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ের দ্বিপক্ষীয় শিক্ষা-গবেষণা অব্যাহত থাকবে। ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয় পারস্পরিক শিক্ষা ও সহযোগিতার সম্ভাবনার নতুন দিক নিয়ে কাজ করবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. এটিএম শাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মো. জুল্লে জালালুর রহমান, অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, অধ্যাপক মো. এমাদুল হক, অধ্যাপক ড. সৈয়দা ফাহলিজা বেগম, অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম, সহযোগী অধ্যাপক ড. মো. হাসান ইমাম, সহযোগী অধ্যাপক মাহমুদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।