Print Date & Time : 27 August 2025 Wednesday 10:54 pm

জাবিতে আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

প্রতিনিধি, জাবি : জাবিতে শেখ পরিবারের নামে থাকা চার আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার হয়েছে। জুলাই – আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা প্রশাসনের কাছে কয়েকবার দাবি জানিয়েছেন এ হলগুলোর নাম পরিবর্তনের জন্য। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চারটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি ছাত্র হল এবং দুটি ছাত্রী হল রয়েছে।

১৭ মার্চ (সোমবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়। সিন্ডিকেট সভা শেষে দিবাগত রাত তিনটায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য আরও বলেন, অস্থায়ীভাবে এসব হলের নাম সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হবে ৬ নম্বর ছাত্র হল;শেখ রাসেল হল হবে ২১ নম্বর ছাত্র হল;শেখ হাসিনা হল হবে ৬ নম্বর ছাত্রী হল;বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল হবে ১৬ নম্বর ছাত্রী হল;

এদিকে পরিবর্তিত হলগুলোর নতুন নামকরণের জন্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে, যা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।