Print Date & Time : 7 August 2025 Thursday 11:48 pm

জাবিতে এনসিপিসি কনটেস্ট শুরু আজ

প্রতিনিধি, জাবি: সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি)-২০২৩। আজ শুক্রবার বিকাল ৩টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে উদ্বোধনী অনুষ্ঠান ও রিহার্সাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শনিবার (৯ মার্চ)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের সভাপতি ও এনসিপিসি অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. গোলাম মোয়াজ্জাম। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এনসিপিসির সচিব ও বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম।

আজ এনসিপিসির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার প্রমুখ।