Print Date & Time : 2 September 2025 Tuesday 6:51 pm

জাবিতে নবনির্মিত হলের উদ্বোধন আজ

প্রতিনিধি, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়নের জন্য প্রায় ১৪৫০ কোটি টাকা বরাদ্দকৃত প্রকল্পের প্রথম ধাপে নবনির্মিত ৬টি আবাসিক হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাগার আজ (মঙ্গলবার) সকাল ১০টায় অনলাইনে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘ইতোমধ্যে নবনির্মিত এই হলগুলোর নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট নবনির্মিত ছয়টি হলের নামকরণ করা হয়। ছাত্রীদের তিনটি হলের মধ্যে ১৭নং হলের নাম বেগম রোকেয়া হল, ১৮নং হলের নাম ফজিলাতুন নেছা হল ও ১৯ নম্বর হলের নাম বীরপ্রতীক তারামন বিবি হল নামকরণ করা হয়েছে। আর ছাত্রদের ৩টি হলের মধ্যে ২০নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ হল, ২১নং হলের নাম শেখ রাসেল হল ও ২২নং হলের নাম কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।