Print Date & Time : 8 September 2025 Monday 11:22 am

জাবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে শিক্ষার্থী আটক

নোমান বিন হারুন, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সাক্ষাৎকার দেওয়ার সময় তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক শিক্ষার্থীর নাম রায়ান আমিন আফ্রিদি (১৯)। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সদরে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরিক্ষায় তার মেরিট পজিশন ছিল ৫২ তম।

জিজ্ঞাসাবাদে রায়ান আমিন আফ্রিদি জানায়, সনেট আহমেদ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে তার পরিচয় হয়। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা করে ৩ লাখ টাকার বিনিময়ে রায়ান আমিনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেওয়ার জন্য চুক্তি হয়। চুক্তির টাকা ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পরিশোধ করা হবে বলে জানায়।

আইন অনুষদের ডীন তাপস কুমার দাস জানান, ‘গতকাল আইন অনুষদের প্রথম দিনের সাক্ষাৎকার চলার সময়ে হাতের লেখা মিল না থাকায় তাকে সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে তাকে দ্বিতীয়দিন আসতে বলা হয়। আজ পুনরায় সাক্ষাৎকার দিতে আসলে তাকে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বলা হয়। সেখানে সে মাত্র ২০ নম্বর পায়। তাই আমরা তাকে নিরাপত্তা শাখায় সোপর্দ করি। সে তার অপরাধ স্বীকার করেছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষার্থীর নামে মামলা করা হবে ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আমরা জালিয়াত চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

এর আগে, গত বুধবার গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের সাক্ষাৎকার দেওয়ার সময় মোস্তফা কামাল নামে আরেক শিক্ষার্থীকে আটক করা হয়।