Print Date & Time : 3 August 2025 Sunday 12:08 pm

জাবিতে ভর্তি পরীক্ষার অর্থ আত্মসাতের অভিযোগে ইউজিসির তদন্ত কমিটি

প্রতিনিধি, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত ৯ জানুয়ারি এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ২০১৯-২০ সালের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিক্রির ক্ষেত্রে আনীত অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলো। ইউজিসির সদস্য ড. মো. আবু তাহেরকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন ইউজিসির উপ-পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) মো. মোস্তাফিজুর রহমান এবং সিনিয়র সহকারী পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মো. গোলাম দস্তগীর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কমিটি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের যেকোনো নথি, বিভিন্ন সময়ে গৃহীত সিদ্ধান্ত এবং আনুষঙ্গিক দলিলপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। এছাড়া কমিটি প্রয়োজনবোধে যে কারও বক্তব্য গ্রহণ করতে পারবে।

এদিকে ‘অর্থ আত্মসাৎ’ শব্দটিকে অযৌক্তিক, অনাকাক্সিক্ষত ও অত্যন্ত অসম্মানজনক বলে বিজ্ঞপ্তি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত বুধবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে ইউজিসিকে এ ধরনের তদন্ত থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান শিক্ষকরা।