জাবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, জাবি :বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ‘জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট’-এর সহযোগিতায় বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সংকটে খাপ খাইয়ে নেয়া এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের লক্ষ্যে ‘যুব রেড ক্রিসেন্ট-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’-এর স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালা ‘ইয়্যুথ অ্যাডাপ্ট ট্রেনিং-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভবনে তিন দিনব্যাপী ‘ইয়্যুথ একশন অন ডেভেলপিং এডাপশন প্ল্যানস ফর টমোরো’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মোহাম্মদ মনজুরুল হক। এর আগে বিকাল সাড়ে চারটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিকতা শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মোহাম্মদ মনজুরুল হক বলেন, যারা ট্রেনিং নিয়েছেন, তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতি কেন হচ্ছে, মোকাবিলা করার কৌশলের জ্ঞান অর্জন করেছেন। যা কিছু শিখেছেন তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করবেন এবং পারস্পরিক সম্পর্ক বাড়াতে হবে। নিজেদের পরিবার, কমিউনিটিতে এ জ্ঞান ছড়িয়ে দিতে হবে। এ দেশের উপকার করতে হবে। এ উদ্যোগ যারা গ্রহণ করেছেন তাদের তিনি ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালায় বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে বলে আশা ব্যাক্ত করেন।

 

সভাপতির বক্তব্যে যুব রেড ক্রিসেন্ট-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মহিবুর রৌফ (শৈবাল) বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সাল থেকে কাজ করছি। ইমার্জেন্সি রেসপন্সের জন্য ১২০ জনের টিম গঠন করা হয়েছে। সেখান থেকে আমরা ৩০ জনকে বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে যেন তারা দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে সবার মধ্যে স্বেচ্ছাসেবী মনোভাব তৈরি করাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট জাতীয় যুব কমিশনের সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ, কর্মশালার কোর্স কো-অর্ডিনেটর আসিফুর রহমান, যুব রেড ক্রিসেন্ট-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দলনেতা মুস্তার্শিদা মাসান্না অভি, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক বেগম নাসরিন প্রমুখ।