Print Date & Time : 10 September 2025 Wednesday 3:15 pm

জাবিতে শিক্ষার্থীদের ভেন্ডিং মেশিন উদ্ভাবন

ওসমান সরদার, জাবি: সহজেই হাতের কাছে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পেতে ভেন্ডিং মেশিন তৈরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)  বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সবুজ দাশ।

ভেন্ডিং মেশিনটিতে পাঁচ টাকার কয়েন দিয়ে সহজেই ন্যাপকিন পাওয়া যাবে। স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে মেসেজের মাধ্যমে স্টক শেষ হওয়ার আগেই রিফিল করার জন্য বার্তা দেয়া হবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে এই ভেন্ডিং মেশিন তৈরি করা হয়েছে। প্রচলিত ভেন্ডিং মেশিনের তুলনায় এর খরচ কম হওয়ায় প্রযুক্তিটি সর্বোত্তম ব্যবহারের সুযোগ রয়েছে।

মেশিন উদ্ভাবনের বিষয়ে সবুজ দাশ বলেন, কয়েন ব্যবহার করে স্বল্পমূল্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্যানিটারি ন্যাপকিন সেবা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক ব্যবহারের পর উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে।

প্রকল্পটির তত্ত্বাবধান করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদুর রহমান বলেন, এই মেশিনটি ১০০ থেকে ১২৫ ডলারের মধ্যেই তৈরি করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ যদি এটি তৈরি করতে চায়, আমরা তাদের কারিগরি সহায়তা দেব। 

আইআইটির পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সার বলেন, ব্যাপকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই ভেন্ডিং মেশিন ব্যবহারের ফলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।