Print Date & Time : 3 August 2025 Sunday 11:19 am

জাবিতে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি, ক্লাস অনলাইনে

প্রতিনিধি, জাবি: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষা সশরীরে শুরুর ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলমান থাকবে। রোববার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সকল ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেয়া যাবে। এতে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলমান থাকবে। প্রয়োজন হলে মৌখিক পরীক্ষাগুলো অনলাইনে নেয়া যাবে।

এর আগে, ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।