প্রতিনিধি, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনাকে স্মরণীয় করে রাখতে ১৫ জুলাই রাতকে ‘কালরাত্রি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টায় সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।
উপাচার্য জানান, সিন্ডিকেট সভায় ১৫ জুলাই রাতকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালরাত্রি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, ওই রাতের ঘটনায় জড়িত ২৮৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, হামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ পরিবারের নামে থাকা চারটি স্থাপনার নাম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলগুলোর মধ্যে রয়েছে— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। এসব স্থাপনার নতুন নামকরণের জন্য একটি স্ট্রাকচার কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। ওই হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং নারী শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন।
হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেন। এরপরে হামালায় বিচারেরে দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নেন, রাত ১২ টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এতে অনেক শিক্ষার্থী আহত হন।