Print Date & Time : 27 August 2025 Wednesday 4:48 am

জাবিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঞবধপযবৎ’ং ওহফঁপঃরড়হ চৎড়মৎধস ড়হ ঞড়ড়ষং ভড়ৎ ছঁধষরঃু ওসঢ়ৎড়াবসবহঃ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, শিক্ষক হিসেবে আমাদের গবেষণা ও পাঠদানে উন্নতি করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ সহায়ক। শিক্ষক ও প্রশাসক হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধানগুলো জানা জরুরি। শিক্ষকরা এই কর্মশালা থেকে বিধিবিধান, পাঠদানের নৈতিকতাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানলাভ করে উপকৃত হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। সঞ্চালক ছিলেন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারী।