Print Date & Time : 12 September 2025 Friday 2:42 am

জাবির ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ

প্রতিনিধি, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার(১৬ নভেম্বর)বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

‘এফ’ ইউনিটের ৬০টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ২৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী। সে হিসেবে ১টি আসনের বিপরীতে ৪০৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

ফলাফল পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে মেধাক্রম অনুযায়ী ছেলেদের প্রথম ৩০ জনের মধ্যে ১ম শিফট হতে ৯ জন, ২য় শিফট হতে ৭ জন, ৩য় শিফট হতে ৪ জন ও ৪র্থ শিফট হতে ১০ জন স্থান পেয়েছে। মেয়েদের প্রথম ৩০ জনের মধ্যে ১ম শিফটে ১৫ জন, ২য় শিফটে ১৩ জন, ৩য় শিফটে ১৬ জন এবং ৪র্থ শিফটে ১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

অন্য ইউনিটগুলোর ফলাফলে ভর্তি পরীক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে শিফট বৈষম্যের অভিযোগ থাকলেও ‘এফ’ ইউনিটের ফলাফলে এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি।