জাবির গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

প্রতিনিধি, জাবি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের অন্যতম গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী ও ৫ম পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় গণিত বিভাগের সম্মুখে স্থাপিত মঞ্চে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো: নূরুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের সমান বয়সী গণিত বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা শিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ে সুনাম বৃদ্ধি করেছেন।’

এসময় তিনি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সুবর্ণ জয়ন্তী ও ৫ম পুনর্মিলনীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিভাগের কল্যাণে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অবদান রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পরিযায়ী পাখির মতো। কর্মক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করলেও সুযোগ পেলে নাড়ির টানে ছুটে আসেন।’

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুরশেদা বেগমের পরিচালনায় এবং বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও গণিত বিভাগের প্রাক্তন ছাত্রী অধ্যাপক ইন্দু প্রভা দাস।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সুবর্ণ জয়ন্তীর কেক কাটা হয়। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় প্রবীণ ও নবীনদের মধ্যে মতবিনিময় এবং স্মৃতিচারণ। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।