Print Date & Time : 29 August 2025 Friday 1:33 am

জাবির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের নতুন ডীন অধ্যাপক ফরিদ আহমদ

প্রতিনিধি, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদ।

মঙ্গলবার (১১ অক্টোবর) রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অনুষদের বর্তমান ডীন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার আগামী ১২ অক্টোবর থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআরে) গমন করবেন। এমতাবস্থায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ্যাক্ট ১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৮ (২) ধারা অনুযায়ী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদকে ওইদিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডীন নিয়োগ দেওয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

বিদায়ী ডীন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার বলেন, ‘প্রায় ৪ দশকের শিক্ষকতা জীবন ও ৬ বছরেরও বেশি সময় ডীন হিসেবে দায়িত্ব পালন করেছি। এই সময়ে শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া আর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। অনুষদের নামে ৫০ লাখ টাকার এফডিআর করেছি যেখান থেকে শিক্ষার্থীদের এ্যাওয়ার্ড প্রদানের একটি ব্যবস্থা থাকবে। নবনিযুক্ত ডীন এই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আরো বেশি কাজ করবে বলে আশা করি।’

নবনিযুক্ত ডীন অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ডীন হিসেবে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে মাননীয় উপাচার্য যে পদক্ষেপ নিচ্ছেন অনুষদের সবাইকে সাথে নিয়ে আমি তা বাস্তবায়নের চেষ্টা করবো। বিদায়ী ডীন মহোদয় অনুষদের জন্য অনেক অবদান রেখেছেন। স্যারের কাজ আমার জন্য অনুপ্রেরণা হবে পাশাপাশি স্যারের জন্য অনেক শুভকামনা।