জাবি প্রেস ক্লাবের বৃক্ষরোপণ

প্রতিনিধি, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আমলকী, পেয়ারা, ডালিম, নিম, চেরি, মেহগনি, কদম, প্রভৃতি ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাবি প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান, জাবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসিব সোহেল প্রমুখ।

, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান বিন হারুন, গ্রন্থাগার সম্পাদক তানভীর ইবনে মোবারক, কার্যকরী সদস্য রাহাত চৌধুরী, সৌরভ শুভ, সদস্য হাসান সজীব, আয়েশা সিদ্দিকা মেঘলা, আল সাঈদ মেহেদী, ওসমান সরদার, এসএম তাওহীদ, মো. হাদিউজ্জামান প্রমুখ।