Print Date & Time : 28 August 2025 Thursday 5:21 pm

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

প্রতিনিধি, জামালপুর : “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।

বুধবার সকালে দিবসটি উপলক্ষ্যে শহরের বকুলতলা চত্বরে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে জেলা প্রশাসন। মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, সহ সভাপতি শামীমা খান, সনাক সদস্য শুভ্র মেহেদী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুরে অপর এক আলোচনা সভার আয়োজন করে জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)। জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মোক্তার হোসেন, সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, তানভীর আহমেদ হীরা, আসমাউল আসিফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তথ্য অধিকার বাস্তবায়নের জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের সম্পর্কে জনগণকে তথ্য জানাতে উদার হতে হবে।