Print Date & Time : 29 July 2025 Tuesday 3:50 pm

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ নিহত

প্রতিনিধি, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে মুজিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বগারচর উত্তরপাড়া গুচ্ছ গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর উত্তরপাড়া গুচ্ছ গ্রামে জমি নিয়ে মুজিবুর রহমানে সঙ্গে প্রতিবেশী বুদু সেখের (৬০) বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে মুজিবুর রহমান বিরোধপূর্ণ জমিতে গাছ রোপণ করতে যায়। বিষয়টি জানার পর বুদু সেখ তার লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বুদু সেখ মুজিবুর রহমানকে ধাক্কা দিয়ে জমিতে ফেলে দিয়ে গলা চেপে ধরে। ওই অবস্থায় শাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় মুজিবুর রহমানের। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘাতক বুদু সেখ।

বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।