Print Date & Time : 29 August 2025 Friday 6:57 am

জামালপুরে জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন

প্রতিনিধি, জামালপুর : জামালপুরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের স্টেশন রোডে দলের অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টি এই সংবাদিক সম্মেলনের আয়োজন করে।

এতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খান, সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সরকারের মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। সরকার ডলারের অভাবে জ্বালানী তেল কিনতে পারছেনা। ফলে ভয়াবহ লোডশেডিং হচ্ছে, যা চরমভাবে মানুষকে দুর্ভোগে ফেলেছে। জেলা জাতীয় পার্টির সম্মেলন এমন সময়ে হচ্ছে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছে। জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য সাংবাদিকদের সহযোগীতা চান নেতারা।

উল্লেখ্য, আগামীকাল শনিবার শহরের মির্জা আজম অডিটোরিয়ামে ৬ বছর পর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।