Print Date & Time : 28 August 2025 Thursday 5:20 pm

জামালপুরে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধি,জামালপুর : নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জামালপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সেমাবার সকালে দিবসটি উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেনের পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এ সময় জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার মোহাম্মদ নাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ছানোয়ার হোসেন প্রমুখ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এছাড়াও পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জামালপুর জেলা প্রেসক্লাব, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।