প্রতিনিধি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে মুখমণ্ডল পুড়িয়ে দেয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় এলাকার একটি পাটক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ মুখমণ্ডল পুড়িয়ে ফেলা মরদেহটি উদ্ধার করেন। স্থানীয় ও পুলিশের ধারণা কেউ যাতে চিনতে না পারে সেজন্য তার মুখ পুড়িয়ে দেয়া হতে পারে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ওই নারীর মুখ পুড়িয়ে দেয়ায় কেউ তাকে চিনতে পারেননি। মরদেহে উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে।