Print Date & Time : 3 September 2025 Wednesday 3:09 pm

জামালপুরে পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে আরও দুই দিনের কর্মসূচী ঘোষণা

প্রতিনিধি, জামালপুর: জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহরের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করেছে সাংবাদিকরা। শুক্রবার ( ১০ ডিসেম্বর) দুপুরে শহরের বকুলতলা চত্বরে জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন করে তারা।

সাংবাদিক সুশান্ত কানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, এমএ জলিল, জাহাঙ্গীর সেলিম, আনোয়র হোসেন মিন্টু প্রমুখ। এ সময় পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে দুই দিনের কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে আগামীকাল শনিবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শহরের বকুলতলা চত্বর থেকে মৌন মিছিল শেষে ফৌজদারি মেড়ে বিক্ষোভ সমাবেশ। পরের দিন রোববার সকাল ১০টায় সকল উপজেলার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করা হবে। পুলিশ সুপারের প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।  

উল্লেখ্য, গত শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। সভায় উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকী দেন।