Print Date & Time : 29 August 2025 Friday 4:00 am

জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি,জামালপুর : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও চরম লোডশেডিং এর প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শুক্রবার দুপুরে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম নবী, লিয়াকত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাটের কারণে দেশ আজ দেওলিয়া হয়ে গেছে। জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সবকিছুর দাম সাধারণ মানুষকে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিদ্যুৎ খাতে লুটপাটের কারণে চরম লোডশেডিং মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। অবৈধ সরকার তাদের দুর্নীতির দায় জনগণের উপর চাপিয়ে দিয়ে এখন বিশ্ব ব্যাংক ও আইএমএফের কাছে ঋণের জন্য ধর্ণ্যা দিচ্ছে, এই ঋণের সুদের হারও জনগণকেই বহন করতে হবে। বিক্ষোভ সমাবেশে অবিলম্বে সরকারকে পদত্যাগের দাবী জানান বক্তারা।