জামালপুরে যমুনার পানি বিপদসীমার নিচে

শেয়ার বিজ প্রতিনিধি, জামালপুর: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টানা তিন দিন জামালপুরে যমুনা নদীর পানি বাড়লেও এখন তা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি দুই সেন্টিমিটার কমে বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জামালপুরে গত তিন দিন যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীরগুলোর পানি বৃদ্ধি অব্যাহত ছিল। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও যমুনা নদীর পানিপ্রবাহ স্বাভাবিক ১৯.৫০ সেন্টিমিটারের মধ্যে স্থির থাকায় বিপদসীমা অতিক্রম করেনি। তবে ইসলামপুর উপজেলার কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ে। তবে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে দুই সেন্টিমিটার কমে যাওয়ায় এখন বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।