Print Date & Time : 10 August 2025 Sunday 3:07 am

জামালপুরে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার বিজ ডেস্ক: জামালপুরে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন। খবর বাসস।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জামালপুরের জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জামালপুর-শেরপুর বাইপাস সড়কের পাশে শাহপুর এলাকায় সাত একর জমিতে পাওয়ার প্যাক মুতিয়ারা ৯৫ মেগাওয়াট পাওয়ার প্লান্ট জামালপুর নামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালের ১০ অক্টোবর। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির ভিত্তিতে পাওয়ার প্যাক মুতিয়ারা নামে একটি কোম্পানি এ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এ বিদ্যুৎ জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল ও গ্যাস ব্যবহার করা হচ্ছে।