Print Date & Time : 30 August 2025 Saturday 10:58 am

জার্মানিতে কারখানা খুলছে তাইওয়ানের টিএসএমসি

শেয়ার বিজ ডেস্ক: জার্মানির ড্রেসডেনে সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা তৈরি করবে তাইওয়ানের সংস্থা। তিন দশমিক আট বিলিয়ন ডলার বিনিয়োগ করে এই কারখানা তৈরি করা হবে বলে জানানো হয়েছে। ২০২৭ সালের মধ্যে কারখানাটি তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

কম্পিউটারের চিপ তৈরির সবচেয়ে বড় সংস্থা টিএসএমসি। ২০২১ সাল থেকে জার্মানির স্যাক্সনির সঙ্গে কারখানা তৈরির বিষয়ে আলোচনা চলছিল তাদের। শেষপর্যন্ত ২০২৩ সালে এসে তা সম্ভব হলো।

জার্মান অর্থমন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে চিপ তৈরির দ্বিতীয় সংস্থা জার্মানিতে বিনিয়োগ করলো। এর থেকেই বোঝা যায় জার্মানির বাজার যথেষ্ট গুরুত্বপূর্ণ। অ্যামেরিকার অ্যারিজোনায় টিএসএমসি আরো ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সেখানেও তারা একটি প্লান্ট তৈরি করছে।

জার্মানির কারখানায় টিএসএমসি-র সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে গাড়ি তৈরির সংস্থা বোশ, সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা ইনফিনিয়ন এবং নেদারল্যান্ডসের এনএক্সপি। এরা সকলে মিলে ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। টিএসএমসি প্রকল্পের ৭০ শতাংশ শেয়ার নিজের কাছে রাখবে। বাকি ৩০ শতাংশ শেয়ার তিনটি সংস্থা ১০ শতাংশ করে রাখবে।

এর আগে জার্মানি সেমিকন্ডাক্টর কম্পিউটার চিপ তৈরির সংস্থা ইনটেলের সঙ্গে চুক্তি করেছিল। চ্যান্সেলর ওলফ শলৎস জানিয়েছিলেন, ইনটেলের বিনিয়োগ জার্মানিতে সবচেয়ে বড় ডিরেক্ট ফরেন ইনভেসমেন্ট। এদিনের চুক্তির পর জার্মান চ্যান্সেলর বলেছেন, ”জার্মানির গ্রহণযোগ্যতার পথে এটি একটা বিরাট পদক্ষেপ।” তিনি বলেছেন, জার্মানি এখন সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে সম্ভবত ইউরোপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। জার্মানি ব্যবসার জন্য আদর্শ জায়গা হয়ে উঠছে বলেও মন্তব্য করেছেন শলৎস।

কোভিডের সময় সার্বিকভাবে কম্পিউটার শিল্প সমস্যায় পড়েছিল। কারণ চাহিদা অনুযায়ী সেমিকন্ডাক্টর চিপের উৎপাদন হচ্ছিল না। জার্মানির নতুন কারখানা সেই অভাব পূরণ করতে পারবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সাল পর্যন্ত চিপ তৈরির ক্ষেত্রে ৪৩ বিলিয়ন ইউরোর ভর্তুকি ঘোষণা করে দিয়েছে। এর ফলে সেমি কন্ডাক্টর চিপ উৎপাদন যেথেষ্ট পরিমাণ হবে বলেই মনে করা হচ্ছে।