শেয়ার বিজ ডেস্ক: ইলন মাস্ক জার্মানিতে অতি ডানপন্থি এএফডিকে সমর্থন করার পর জার্মানিতে টেসলার গাড়ি বিক্রি কমেছে। ইউরোপের মধ্যে একমাত্র জার্মনিতেই টেসলার গাড়ি বিক্রির কারখানা রয়েছে। খবর: ডয়চে ভেলে।
জার্মান ফেডারেল ট্রান্সপোর্ট অথরিটির দেয়া তথ্য অনুযায়ী, গত মাসে টেসলার মাত্র এক হাজার ২৭৭টি গাড়ির নিবন্ধন হয়েছে। এটা আগের বছরের তুলনায় ৫৯ শতাংশ কম। ২০২২ সালে ইলন মাস্কের কোম্পানি জার্মানিতে একচেটিয়া ব্যবসা করে। তাদের বিদ্যুৎচালিত গাড়ি ছিল বেস্ট সেলিং কার। কিন্তু সাম্প্রতিক তথ্য থেকে দেখা যাচ্ছে, ২০২৪ সালের জানুয়ারির তুলনায় চলতি বছরের একই সময়ে টেসলার বিক্রি বেশ কমে গেছে।
অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী, অন্য ব্র্যান্ডের ব্যাটারি চালিত গাড়ির বিক্রি ৫৩ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে। গত ডিসেম্বরে ইলন মাস্ক জার্মানির এএফডিকে প্রকাশ্য়ে সমর্থন করেন। এরপর তা নিয়ে বিতর্ক শুরু হয়। অনাকাঙ্খিত হস্তক্ষেপের অভিযোগ ওঠে। তারপর মাস্ক বারবার এএফডিকে সমর্থনের কথা বলেছেন। গত মাসের এক সমীক্ষায় দেখা গেছে, এএফডি আসন্ন নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকবে।
মাস্ক জার্মানির প্রেসিডেন্টসহ অন্য নেতাদের তীব্র সমালোচনা করেছেন। গত ডিসেম্বরে তিনি জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারকে ‘গণতন্ত্রবিরোধী স্বৈরাচারী’ বলেছেন। চ্যান্সেলর ওলাফ শলজকেও অপমান করেন। সেন্টার ফর অটোমোবাইল রিসার্চ ইন্সটিটিউটের ডিরেক্টর ফার্দিনান্ড ডানডেনহফার বলেন, টেসলা সিইও খুবই খারাপ ব্যবহার করছেন। টেসলা ও মাস্ককে মানুষ এক করে দেখে। তাই তাদের সঙ্গে অনেকে যুক্ত হতে চাইছে না। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার অনুষ্ঠানে মাস্ক নাৎসি স্যালুটের কায়দায় অভিবাদন জানিয়েছিলেন। সেটা নিয়েও সমালোচনা হচ্ছে।
এছাড়া জার্মানিতে টেসলার সম্প্রসারণ পরিকল্পনার বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। তারা বারবার টেসলা কর্তৃপক্ষকে ‘অসৎ’ বলে সম্বোধন করেছেন। রাজধানী বার্লিনের উপকণ্ঠে গ্রুনহাইডে শহরে টেসলার কারখানাটির সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। একটি বড় বনাঞ্চল উজাড় করে কারখানাটির সম্প্রসারণ ও এর সম্ভাব্য পরিবেশগত প্রভাব নিয়ে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে আসছেন। বিক্ষোভের আরেকটি বিষয় ছিল, কারখানাটির অতিরিক্ত উৎপাদনের উদ্দেশে জনসাধারণের জন্য সংরক্ষিত সুপেয় পানির ব্যবহার করা। টেসলার কারখানাটিতে আনুমানিক ১২ হাজার কর্মী কাজ করার কথা রয়েছে, যার ফলে সেখানকার ভূগর্ভস্থ পানির সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন তারা।