Print Date & Time : 6 July 2025 Sunday 9:29 pm

জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সম্যানবকে বরখাস্ত

স্পোর্টস ডেস্ক: জর্ডানের কাছে হেরে এশিয়ান কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দলে গৃহদাহের জের ধরে শুক্রবার দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে বরখাস্ত হলেন জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সম্যান।

দলের ওপর কোচের নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে ছাঁটাইয়ের সুপারিশ করেছিল দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) জাতীয় দল পরিচালনা কমিটি।

জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে মারামারি করতে গিয়ে আঙুল ভাঙেন দক্ষিণ কোরিয়া অধিনায়ক সন হিউং-মিন। ক্লিন্সম্যানের দুর্বল ব্যবস্থাপনার কারণে এমন অভাবনীয় কাণ্ড ঘটেছে বলে মনে করা হয়।

৫৯ বছর বয়সি জার্মান কোচের দক্ষিণ কোরিয়া অধ্যায় শেষ হলো এক বছরেই। জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপ জেতা ক্লিন্সম্যান নিজের প্রজšে§র অন্যতম সেরা স্ট্রাইকার হলেও কোচ হিসাবে নিজেকে সেই উচ্চতায় তুলতে পারেননি।