Print Date & Time : 12 September 2025 Friday 3:32 pm

জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায় ঘোষণার দিন পেছাল

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় দুই সপ্তাহ পিছিয়েছে। এ নিয়ে রায়ের তারিখ চতুর্থ দফা পেছালো।

রোববার (১৪ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ জাহাঙ্গীরের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রায়ের দিন দুই সপ্তাহ পিছিয়ে দেন।

এর আগে রায়ের দিন পেছানোর জন্য রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলেও এবার জাহাঙ্গীর আলমের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায়ের দিন পেছানো হলো।

আদালতে জাহাঙ্গীরের পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।

পরে ব্যারিস্টার বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষ রিট খারিজের জন্য আদালতে আবেদন করেছেন। আমরা জবাব দাখিলের জন্য সময় আবেদন করেছি। দুই সপ্তাহ পর বিষয়টি আবার রায়ের জন্য আসবে।