জাহাজ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

 

শেয়ার বিজ ডেস্ক: হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিষ্ণু ইনকরপোরেশন নামে একটি জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। কোম্পানিটি মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত। খবর: সিএনএন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণায় বলা হয়, কোম্পানিটির একটি জাহাজ অবৈধ চালানের সঙ্গে জড়িত। পণ্যবাহী জাহাজটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপসের কুদস ফোর্স (আইআরজিসি-কিউএফ) ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অর্থায়নকারী সাইদ আল-জামালের সঙ্গে সংশ্লিষ্ট। সাইদ আল-জামালের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তরের কর্মকর্তা ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়ানোসহ সন্ত্রাসী হামলায় অর্থায়নে আইআরজিসি-কিউএফ ও হুতিদের প্রচেষ্টা নস্যাৎ করতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। বেসামরিক ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ অর্থায়ন উৎসগুলোকে লক্ষ্যবস্তু করে ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

লোহিত সাগরে জাহাজ নিশানা করে হামলা চালিয়ে আসছে হুতিরা। এই হামলা ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে হুতি বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধের মুখে ইয়েমেনে সরকার পতন হয়। এর পর থেকে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। সশস্ত্র হুতি বিদ্রোহীরা ইয়েমেনের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। ইরান হুতিদের সামরিক ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে বলে অভিযোগ করে পশ্চিমারা।

উল্লেখ্য, ইয়েমেনে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুতি, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত। ১৯৯০ এর দশকে তাদের উত্থান। তাদের নেতা হুসেইন আল-হুতি শিয়া ইসলামের জাইদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু করেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে রয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি বলছে, সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে যে হামলা হচ্ছে, তাতে ব্যবহƒত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো হুতি বিদ্রোহীদের এবং এতে ইরান যে সাহায্য করেছে, তা বিশ্বাস করার সব রকম কারণই রয়েছে।