Print Date & Time : 27 August 2025 Wednesday 6:29 am

জাহিন স্পিনিংয়ের লেনদেন চালু আজ

 

নিজস্ব প্রতিবেদক: জাহিন স্পিনিং লিমিটেডের শেয়ার লেনদেন চালু হচ্ছে আজ। এর আগে রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৯ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা সাত পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৫ অক্টোবর সকাল ৯টায় সুগন্ধা কমিউনিটি সেন্টার, প্লট-৭৫/এ, রোড-৫/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে।

১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা।