জাহেদী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অসচ্ছল ৪০ হাজার পরিবারের মাঝে জাহেদী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বেড় গোপীনাথপুর কিংশুক ব্রিকসে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ। উপস্থিত ছিলেন এডিসি রাজিবুল ইসলাম খান, ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবু শাহরিয়ার জাহেদী পিপুল প্রমুখ। বিজ্ঞপ্তি