Print Date & Time : 13 September 2025 Saturday 10:06 am

জিএসপি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। আর এ সভায় ২০২২ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ ও সাড়ে সাত শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তাদের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৫ পয়সা। আর আলোচিত সময়ে তাদের শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮৪ পয়সা। এর আগে ২০২০ সালের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২০ তাদের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা।

আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৫৭ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৫৫ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ১৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫৮৫ শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৫ দশমিক ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৫ দশমিক ৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৪৮ দশমিক ৬৩ শতাংশ শেয়ার।