Print Date & Time : 12 September 2025 Friday 6:55 am

জিনজিয়াংয়ে শোরুম চালুর সিদ্ধান্ত নিল টেসলা

শেয়ার বিজ ডেস্ক: চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে টেসলা প্রধান ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, জিনজিয়াং প্রদেশের উরুমকিতে নতুন শোরুম খোলা হবে। এখানে উইঘুর সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। খবর: সিএনবিসি।

চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় উইঘুর। দীর্ঘদিন ধরে তাদের দমনপীড়ন করছে চীনা সরকার। এমন অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে নাকোচ করে দিয়েছে চীন। দেশটির দাবি, সন্ত্রাসবাদ দমন ও উগ্র পন্থা নির্মূল করতে জিনজিয়াংয়ে কঠোর পদক্ষেপ জরুরি। সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে ‘পুনঃশিক্ষণ’ দিতে বন্দিশিবির কার্যকর উপায় বলে দাবি করে দেশটি। অবশ্য তাদের দাবি অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ পশ্চিমা দেশগুলো নানা বিধিনিষেধ আরোপ করেছে। বিধিনিষেধের তালিকায় রয়েছে জিনজিয়াংয়ের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘দ্য উইঘুর ফোর্সড লেবার প্রোটেকশন অ্যাক্ট’ বিল পাস করে যুক্তরাষ্ট্র।

তাই টেসলার বিক্রয় ও সেবাকেন্দ্র চালুর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে সমালোচনা শুরু হয়েছে। দেশটির সিনেটর মারকো রুবিও এক বিবৃতিতে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির গণহত্যা ও দাস ব্যবসাকে সহায়তা করা হচ্ছে। টেসলা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে টেসলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে চীন। যদিও ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি ও পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি প্রতিষ্ঠান স্পেসএক্স চীনে নানা বিধিনিষেধের মধ্যে রয়েছে। চীন অভিযোগ করেছে মহাকাশ আইনের শর্ত ভঙ্গ করে স্পেসএক্স মহাকাশচারীদের জীবন ঝুঁকিতে ফেলছে। স্পেসএক্স তাদের স্টারলিংক প্রজেক্টের অংশ হিসেবে এ পর্যন্ত ১৯০০টি স্যাটেলাইট পাঠিয়েছে। আরও হাজার খানেক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।

গত সোমবার বছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে টেসলার শেয়ারদর ১৩ শতাংশ বাড়ে। ২০২১ সালে রেকর্ডসংখ্যক গাড়ি বিক্রির জন্য তাদের এ উত্থান হয়েছে।