জিপিএইচ ইস্পাতের কর্মীদের জন্য গতকাল চট্টগ্রাামের কুমিরার কারখানায় লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি, লিও ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটি এবং লিও ক্লাব অব পোর্টসিটি ডিস্ট্রিক্ট ৩১৫বি৪-এর সহযোগিতায় দিনব্যাপী ‘চক্ষুশিবির, ডায়াবেটিস স্ক্রিনিং এবং সচেতনতা প্রোগ্রাম ২০২২’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি-৪-এর গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী। জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন রাজেশ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক শোভন মাহবুব শাহাবুদ্দীন, মিডিয়া অ্যাডভাইজর অভীক ওসমান ও মোহাম্মদ শওকত ওসমান। বিজ্ঞপ্তি

Print Date & Time : 29 August 2025 Friday 2:12 pm
জিপিএইচ ইস্পাতে লায়ন্সের চক্ষুশিবির
করপোরেট কর্নার ♦ প্রকাশ: