জিপিএইচ ইস্পাত ও এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি সম্পন্ন

জিপিএইচ ইস্পাতের সঙ্গে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে বন্দরনগরীর একমাত্র আইএসও: ১৫১৮৯ অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার। জিপিএইচ ইস্পাতের ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান অতনু গুপ্ত ও এপিক হেলথ কেয়ারের এজিএম ডা. ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। জিপিএইচ ইস্পাতের পক্ষে এইচআর ম্যানেজার মো. হামেদ হাসান রিয়াদ, অ্যাসিট্যান্ট ম্যানেজার মো. রুবাইয়াত হোসেন ও এপিকের পক্ষে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পরিচালক তানজিনা কবির, করপোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জহির রায়হান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি