জিয়াউর রহমান হত্যার তদন্তে কমিশন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার ঘটনা তদন্তে নতুন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমরা যদি ক্ষমতায় আসি, একটা নতুন কমিশন গঠন করব। সেই কমিশনটা হচ্ছে যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা, সেই হত্যার বিচারের জন্য আমরা নতুন কমিশন গঠন করব। আমরা জানতে চাই, কারা এই হত্যার পেছনে ষড়যন্ত্র করেছে, সেটাও ব্যবস্থা নেব। আইনমন্ত্রী আনিসুল হক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘নৈপথ্যের চক্রান্তকারীদের’ চিহ্নিত করতে আগামী ডিসেম্বরের মধ্যে কমিশন গঠন করার ঘোষণা দেয়ার পরদিন বিএনপির তরফ থেকে এ ঘোষণা এল।

প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে এদিন বিএনপি মহাসচিব দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, জনগণের ন্যায়সঙ্গত যে আন্দোলন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ক্ষমতাসীনদের সন্ত্রাসী বাহিনী ও সরকারের পুলিশের পেটোয়া বাহিনীর হামলায় সারাদেশের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আজকেও (গতকাল) নারায়ণগঞ্জের ফতুল্লায় আপনারা শুনেছেন একজন নিহত হয়েছেন। আমরা আজকে (গতকাল) এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় এনে বিচারের দাবি করছি।

ফখরুল বলেন, একটি কথা খুব স্পষ্ট করে বলতে চাই, এই হত্যা করে, গুম করে, হামলা করে জনগণের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাবার যে আন্দোলন, সেই আন্দোলনকে কখনোই দমন করা যাবে না। জনগণের বিজয় চলছে, চলতে থাকবে।

প্রতিষ্ঠার ৪৪ বছর উদযাপনে দুই দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে সকালে নয়াপল্টন ও গুলশানে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা করেন। শুক্রবার বেলা আড়াইটায় গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে হয় আলোচনা সভা।