জি-২০ সম্মেলন: যোগ দেবেন পুতিন ও শি জিনপিং

 শেয়ার বিজ ডেস্ক : আগামী নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো।

জোকো বলেন, শি জিনপিং আসবেন। প্রেসিডেন্ট পুতিনও সম্মেলনে যোগ দেবেন। এই দুই নেতা জি-২০ সম্মেলনে যোগ দেবেন কিনা তা নিয়েআলোচনর মধ্যেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করলেন। এটি হবে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান এবং তাইওয়ানকে ঘিরে চীনের নজিরবিহীন সামরিক মহড়ার পর প্রথম কোনো বৈশ্বিক সম্মেলন।

এদিকে ওই সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। যদিও তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন কিনা তা স্পষ্ট নয়। তবে  শি ও বাইডেনের মুখোমুখি বৈঠকের সম্ভাবনা আছে বলে বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে। 

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক বর্তমানে নানা ইস্যুতে তলানীতে রয়েছে। দুই দেশের রেষারেষি আকাশ ছুঁয়েছে। সর্বশেষ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে ইতিহাসের সবথেকে বাজে অবস্থায় চলে গেছে দুই দেশের সম্পর্ক। ওই সফরের জবাবে চীন তাইওয়ানের চারদিকে সপ্তাহব্যাপী নজিরবিহীন এক সামরিক মহড়া চালায়। যুক্তরাষ্ট্র ওই মহড়ার নিন্দা জানিয়ে একে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেয়। 

এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক প্রায় ছিন্নইন বলা চলে। বিশেষ করে যুক্তরাষট্র ও বৃটেন গত ৬ মাসে রাশিয়াকে একঘরে করতে নিজেদের সর্বশক্তি ব্যয় করেছে। ওয়াশিংটন এর আগে জি-২০ থেকে রাশিয়াকে বের করে দেয়ার আহŸান জানিয়েছিল। যদিও ইন্দোনেশিয়া মধ্যবর্তী অবস্থান নিয়ে উভয় পক্ষকেই আমন্ত্রণ জানিয়েছে। উইডোডো বলেন, বড় দেশগুলোর মধ্যে এই সংঘাত অবশ্যই ভয়ের। আমরা স্থিতিশীল ও শান্তিপ‚র্ণ অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।