জীবন বিমা তহবিল কমেছে পদ্মা ইসলামী লাইফের

নিজস্ব প্রতিবেদক : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আর এ প্রান্তিকে কোম্পানিটির জীবন বিমা তহবিলের আকার কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা তহবিলের আকার ৭৭ লাখ ৬০ হাজার টাকা কমে ১২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে জীবন বিমা তহবিলের আকার ছিল ১২ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে চলতি হিসাববছরের অর্ধবার্ষিক বা প্রথম দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন, ২০২২) হিসাবে জীবন বিমা তহবিলের আকার কমেছে ছয় লাখ ৮০ হাজার টাকা কমে ১২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে।

এদিকে সর্বশেষ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দুই শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগে সবশেষ ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। বিমা খাতের কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। তাদের ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানির মোট তিন কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৭৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২১ দশমিক ৭৪ শতাংশ ও বাকি ৪৩ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।