Print Date & Time : 6 July 2025 Sunday 9:48 pm

জীবন বিমা তহবিল বেড়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর এ প্রান্তিকে কোম্পানিটির জীবন বিমা তহবিলের আকার বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২২) কোম্পানিটির জীবন বিমা তহবিলের আকার ৪৩ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা বেড়ে ৩৪০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে জীবন বিমা তহবিলের আকার ছিল ১৬৮ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা। এদিকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য সর্বশেষ ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর আগে অন্তর্বর্তীকালীন ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।