জুটি বাঁধছেন শাহরুখ-রানি

শোবিজ ডেস্ক: বলিউডের এক সময়ের তুমুুল জনপ্রিয় জুটি ছিলেন বলিউড তারকা শাহরুখ খান ও রানি মুখার্জি। এ জুটিকে সর্বশেষ দেখা গেছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’ ছবিতে। তারপর মাঝে কেটে গেছে অনেকটা সময়। দুই বন্ধুকে আর একসঙ্গে দেখা যায়নি। সে বিরতি কাটিয়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে ফিরছেন তারা। জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-রানি।
বলিউডে নির্মিত হতে যাচ্ছে ভারতীয় মহাকাশবিদ রাকেশ শর্মার বায়োপিক। ‘স্যালুট’ নামের এ বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে ছবিটির নায়িকা কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। তবে সম্প্রতি একটি মালায়লাম ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে এসে ‘স্যালুট’র নায়িকা নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক সিদ্ধার্থ কাপুর। তিনি জানালেন, শিগগিরই এ ব্যাপারে রানি মুখার্জির সঙ্গে কথা বলা হবে।
যদিও এর আগে কখনও কারিনা কাপুর বা কখনও ভূমি পেডনেকারের নাম শোনা যাচ্ছিল। সিদ্ধার্থ জানান, শাহরুখের বিপরীতে পছন্দের তালিকায় আছেন রানি মুখার্জি। খুব শিগগির রানিকে ছবিটির জন্য প্রস্তাব দেওয়া হবে। এর আগে ‘কুচ কুচ হোত্যা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘বীরজারা’, ‘পেহেলি’ ও ‘কাভি আলবিদা না ক্যাহনা’র মতো ব্যবসাসফল ছবিতে একসঙ্গে কাজ করেছেন এ তারকা জুটি। আবারও তাদের এক হবার খবরে নড়েচড়ে বসেছেন ভক্তরা। প্রত্যাশায় বুক বেঁধেছেন এ জুটির আরও একটি ব্লকবাস্টার সিনেমার জন্য।