ক্রীড়া ডেস্ক: ১০৫ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য কয়েকদিন আগেই জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ হন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার দলটির হয়ে মাঠের লড়াইয়ে নামার অপেক্ষায় তিনি। তার আগে গত পরশু তুরিনে পা রেখে অনুশীলন শুরু করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
প্রাক মৌসুমের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে জুভেন্টাস। রোনালদো সেখানে খেলবেন না। এরই মধ্যে ব্যাপারটি ইতালির ক্লাবটি নিশ্চিত হয়েছে। ১৯ আগস্ট সিরি আ’র ম্যাচে চিয়েভোর বিপক্ষে জুভেন্টাসের জার্সিতে প্রথমবার মাঠে নামতে পারেন সিআর সেভেন।
গেল বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে হেরে শেষ ১৬ থেকে বিদায় নিয়েছিল রোনালদোর পর্তুগাল। তাতে বেশ হতাশ হয়ে পড়েন সিআর সেভেন। তাই হারানো বিশ্বাসটা ফিরে পেতে ছুটিতে ছিলেন তিনি। এ সময় পরিবারকেই বেশি সময় দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এর মাঝে নিজের ব্র্যান্ড সম্প্রসারণের কাজে চীন সফরও করেন তিনি। সেখান থেকেই গত পরশু স্ত্রী, সন্তানকে নিয়ে তুরিনে পা রাখেন রোনালদো।
