Print Date & Time : 27 July 2025 Sunday 9:53 am

জুয়েলারি এক্সপোর র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ

দেশে অনুষ্ঠিত প্রথম জুয়েলারি এক্সপো ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’-এর র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। গত ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বাংলাদেশ জুয়েলারি এক্সপো আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তিন দিনব্যাপী এ মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের জন্য ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা। বিজ্ঞপ্তি