Print Date & Time : 5 July 2025 Saturday 5:18 am

জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের টানা ৩ দিন ছুটি

শেয়ার বিজ ডেস্ক : আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীরা টানা তিনদিনের ছুটির সুযোগ পাচ্ছেন। সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ জুলাই (শুক্রবার) থেকে ৬ জুলাই (রবিবার) পর্যন্ত এই ছুটি পবেন তারা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় দেখা গেছে। সে অনুযায়ী, আগামী শুক্রবার থেকে মহররম মাস শুরু হবে এবং ১০ মহররম অর্থাৎ ৬ জুলাই রবিবার দিনটি পবিত্র আশুরা হিসেবে পালিত হবে। এ উপলক্ষে এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির এক সভা সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগেও চলতি বছরে সরকারি চাকরিজীবীরা একাধিকবার টানা ছুটি উপভোগ করেছেন। সর্বশেষ ঈদ-উল-আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের টানা ছুটি পেয়েছেন তারা। মূলত ৫ থেকে ১০ জুন পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে ১৪ জুন পর্যন্ত করা হয়। তবে এই দীর্ঘ ছুটির পরিপ্রেক্ষিতে ১৭ মে ও ২৪ মে, শনিবার—দুটি সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা রাখা হয়েছিল।