Print Date & Time : 18 August 2025 Monday 11:47 pm

জুলাই মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম

শেয়ার বিজ ডেস্ক : চলতি বছরের জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

আজ রোববার (২৯ জুন) বিকেলে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে ২০২৫ সালের জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না, জুন মাসেরটাই থাকছে।

সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে, যা কার্যকর হবে ১ জুলাই থেকে।

এর আগে, মে মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা করা হয়েছিল। তবে, কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।

বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।